পরিচালক
ভিকি জাহেদ
অভিনয়ে
আফরান নিশো, মেহ্জাবীন চৌধুরী, মনোজ কুমার প্রামাণিক, সালহা খানম নাদিয়া, নাসির উদ্দিন খান, আজিজুল হাকিম, মাসুম বাশার, শিল্পী সরকার অপু, মুকুল সিরাজ, হিন্দোল রয়, ফাইজুল ইয়ামিন, আর এ রাহুল, রাকিবা সুলতানা শর্মী, এহতেশাম আহমেদ টিংকু, সালমা ও আরো অনেকে।
নিজ ঘরে মৃত অবস্থায় পাওয়া যায় জনপ্রিয় সংগীতশিল্পী সোহেলকে। তাঁর স্ত্রী নীলা সেই একই ঘরে ঘুমাচ্ছিলেন। সোহেলের পুরোনো বন্ধু রাশেদ মামলাটির তদন্ত কর্মকর্তা হয়ে আসেন। কিন্তু সত্যের সন্ধান না পেয়ে রাশেদ অতীতের দিকে নজর দেয়। একের পর এক রহস্য উন্মোচিত হতে শুরু করে। জানা যায়, মিথ্যা আসলে ভুলভাবে বলা সত্য ছাড়া আর কিছুই না। কীভাবে খুন হয় সোহেল জানতে দেখুন রেডরাম শুধুমাত্র চরকিতে।
DOWNLOAD LINK


Social Plugin
Follow Us