পরিচালক
আবদুল্লাহ মোহাম্মাদ সাদ
অভিনয়ে
আজমেরী হক বাঁধন, আফিয়া জাহিন জায়মা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ণ, জোপারি লুই, সাবেরি আলম
মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রেহানা বরাবরই একজন একরোখা মানুষ। কিন্তু ছয় বছর বয়সী বাচ্চা ইমু, পরিবার আর ক্যারিয়ার এক সাথে সামলানোর চাপে ধীরে ধীরে নিজের ওপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করে সে। এক সন্ধ্যায় হঠাৎ দেখে ফেলা একটি ঘটনা যেন তার জীবন একদমই এলোমেলো করে দেয়। রেহানা’র ডিপার্টমেন্টের এক সিনিয়র অধ্যাপকের রুম থেকে কান্না করতে করতে বেরিয়ে আসে এক ছাত্রী, অ্যানি। অ্যানি নিজে যখন ঘটনাটা ভুলে যেতে চায়, রেহানা তখন নিজে ন্যায়বিচারের আশায় নেমে পড়ে অসম্ভব এক যুদ্ধে। এদিকে মেয়ে ইমুর আচরণ নিয়ে স্কুল থেকে অভিযোগ আসতে থাকলে মা হিসেবে রেহানা'র পরিস্থিতি ক্রমাগত আরও কঠিন হতে থাকে। ‘রেহানা মরিয়ম নূর’, দর্শক হিসেবে আপনাকে একের পর এক জটিল প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। রেহানা একজন দাম্ভিক মানুষ, নাকি নীতিবাগীশ? সে নারীবাদী, নাকি ভীষণ একগুঁয়ে? মানবিক মানুষ, নাকি স্বার্থপর? মা হিসেবে রেহানা যে সিদ্ধান্তগুলো নিয়েছে, সেগুলো ভুল না ঠিক?
DOWNLOAD LINK 01
Social Plugin
Follow Us